পিবিএ,বরিশাল: বরিশালের হিজলায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন স্থানীয় এক সঙ্গীত শিল্পী। শুক্রবার দুপুর ১টার দিকে এই ধর্ষণের ঘটনায় হিজলা থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ২ জন হলো বরগুনার তালতলীর জাকির গোলন্দাজ এবং তার বন্ধু হিজলার সাইফুল।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, শুক্রবার দুপুরে ওই তরুণী তার পূর্ব পরিচিত জাকির গোলন্দাজের সাথে হিজলায় বেড়াতে আসে। জাকির তাকে পুরাতন হিজলার চর জনৈক শাহাবুদ্দিনের মাছের ঘের সংলগ্ন নির্জন বাগান বাড়ি নিয়ে যায়। পরে সে সহ তার বন্ধুরা পালাক্রমে ওই যুবতীকে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই যুবতী থানায় অভিযোগ করলে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
অভিযুক্ত জাকির ও সাইফুলকে গ্রেফতার দেখিয়ে শনিবার (৮জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানান।
পিবিএ/আরআই