পিবিএ ডেস্ক: বাংলাদেশ ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারে রান আসায় স্বস্তি পাচ্ছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এতে টাইগারদের ব্যাটিংয়ে গভীরতা বেড়েছে বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ। সিরিজে মিডল অর্ডারে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে রান এসেছে।
মিডল অর্ডারটা দাঁড়িয়ে গেছে কি-না এমন এক প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, “হ্যাঁ, আমি তো মনে করি পুরোপুরি ঠিক আছে। আর যদি নাও থাকতো তা আমার বলার সুযোগ ছিল না।…আমি নিশ্চিত মিডল অর্ডারে এর চেয়ে ভালো অপশনস আর নাই। যারা বাইরে আছে, ১-২ জন হয়তো আছে। তবে এর চেয়ে ভালো অপশনস নাই।”
“প্রত্যেকটা প্লেয়ার তার অবস্থান চিন্তা করে, যে আমার অবস্থানটা শক্ত আছে কিনা। যখন অবস্থানটা শক্ত থাকে তখন হয় কি, তখন পারফর্ম করতে সুবিধা হয়। ডেলিভার করতে সুবিধা হয়।”
পিবিএ/হক