মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সাগর মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই যুবক।
নিহত যুবক উপজেলার গৃধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এব্যপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লাইসুর রহমান বলেন, পলাশবাড়ী থেকে তিন যুবক একটি মোটরসাইকেল যোগে কাশিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোয়ালপাড়া নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই তিন যুবক। পরে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়।
গুরুতর আহত অপর দুই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।