পিবিএ,কক্সবাজার: কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংকরোডের বিসিক এলাকায় রাতের আধারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্মমভাবে পিঠিয়ে হত্যা করা হয় শামসুল আলম (১৮) নামে এক যুবককে।
শনিবার ভোরে স্থানীয় বাসিন্দা ডা. জয়নাল আবেদীন ও তার ৬ -৭ জন সহযোগী একদল সন্ত্রাসী শামসুল আলমকে তাদের পরিকল্পিত ফাঁদে ফেলে উপর্যপরি বেদম মার ধর করার পরে বিদ্যুতের শক দিয়ে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে সন্ত্রাসীরা পলাতক রয়েছে। নিহত শামসুল আলম স্থানীয় বাসিন্দা মৃত লোকমান হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়নাল এবং তার কিছু সাঙ্গ পাঙ্গরা পরিকল্পিতভাবে শামসুল আলমকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে মার ধর করে বিদ্যুৎ তারের সাথে আটকিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটিয়েছে। আরো জানান, জয়নাল নিজের অপকর্ম লুকাতে গিয়ে নিভিয়ে দিল একটি জীবন প্রদীপ। এ ঘটনার জন্য তাকে দায়ী করছে এলাকাবাসী। এরি পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের হাতে মৃতদেহ হস্তান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত শামসুল আলমের বড় ভাই আব্দুল খালেক বলেন -আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের আইনগত বিচার চাই এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এ হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হউক। এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি জানান, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/টিএ/আরআই