বৈধতা পেল জাকির, কুড়িগ্রাম-৪ আসনে নৌকার মাঝি ২ জন

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৪ আসনে আপিল করে বৈধতা পেল আওয়ামীলীগের জাকির হোসেন। কুড়িগ্রামের চিলমারী, রৌমারী,রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন। হলফনামায় ৬,৭ নম্বর ঘর পূরণ না করায় গত ২ডিসেম্বর জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন তার মনোনয়নপত্রটি বাতিল করেন। পরে জাকির হোসেন নির্বাচন কমিশন বরাবর আপিল করে ৭ডিসেম্বর তার মনোনয়নপত্রের বৈধতা পান। বৈধ মনোনয়নপত্রটি শনিবার সকালে জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীনের নিকট হস্তান্তর করেন।

এদিকে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সুযোগে মহাজোটের জাতীয় পার্টি মঞ্জু (জেপি)’র প্রার্থী রুহুল আমিন নৌকা প্রতিক নেন। শুক্রবার ধানমন্ডি কার্যালয় হতে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক’র কাছ থেকে আওয়ামীলীগের মনোনিত চুড়ান্ত প্রার্থী ও দলীয় প্রতিক বরাদ্দের জন্য চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন। ফলে এখন কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতিকের প্রার্থী দু’জন। নৌকার মাঝি দু’জন হওয়ায় সর্বত্রই চলছে আলোচনা-সমালোচনা। কে হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের নৌকার একক মনোনিত প্রার্থী।

আবার কুড়িগ্রাম-৪ আসনের জন্য জাকির হোসেনকে চুড়ান্ত প্রার্থী করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আওয়ামীলীগের মনোনিত চুড়ান্ত প্রার্থী ও দলীয় প্রতিক বরাদ্দের দেয়া হয়। অপর দিকে মহাজোটের শরিকদল জাতীয় পার্টি জেপি’র রুহুল আমিনকেও একই পত্র দেয়া হয়।

এই বিষয়ে জাকির হোসেন জানান, জেলায় আমার মনোনয়ন পত্রটি বাতিল হবার সুযোগ কাজে লাগিয়ে মহাজোটের প্রার্থী রুহুল আমিন দলীয় প্রতিক নিয়ে আসেন। শুক্রবার আমার মনোনয়পত্রটি বৈধতা পেলে আমি নেত্রী সাথে দেখা করে দলীয় প্রার্থী ও প্রতিক নিয়ে নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে অংশ নেব।

মহাজোটের প্রার্থী রুহুল আমিনের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যড. এসএম আব্রাহাম লিংকন বলেন, কুড়িগ্রামের ৪টি আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কেন্দ্রীয়ভাবে কুড়িগ্রাম-১ আসনে আছলাম সওদাগর, কুড়িগ্রাম-৪আসনে জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনে অধ্যাপক এমএ মতিনকে মনোনয়ন দেয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...