পিবিএ ডেস্ক: লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মাদ রাশেদ। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো।
এ বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিলেন এবং একদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো হলে হাসপাতালে গিয়ে শনাক্ত করা হয় বলে জানান তিনি।
বিস্ফোরণে শতাধিক বাংলাদেশি আহত হলেও বর্তমানে তিনজন বিভিন্ন হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন। তাদের চিকিৎসা চলছে বলে জানান আল মামুন।
পিবিএ/এমএসএম