বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ দিলো র‌্যাব

পিবিএ,ঢাকা: দেশে চলমান ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তার জন্য টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচীতে ত্রাণ সামগ্রী প্রদান করেছে র‌্যাব ফোর্সেস।

(২৪ আগস্ট) র‌্যাব ফোর্সেস শনিবার বন্যার্তদের সহায়তার জন্য ২০০০ প্যাকেট ত্রাণ সামাগ্রী (চিড়া, মুড়ি, গুড়া দুধ, মোমবাতি, এনার্জি বিস্কুট, পাটি, লাইটার, গুড়, চিনি, খেজুর, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচীতে উপস্থিত ছাত্রজনতার নিকট প্রদান করেছে।

চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার সেলাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। গতকাল (২৩ আগস্ট) ফেনী জেলার বিভিন্ন এলাকায় পাঁচশতাধিক বন্যার্তদের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা হতে র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে একজন গর্ভবতী মহিলা ও দুইজন নবজাতক শিশুকে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট প্রদানের মাধ্যমে সুস্থ্য করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

এছাড়াও নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা হতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দীদের র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি র‌্যাব ফোর্সেস এ কর্মরত সকল পদবীর সদস্যদের এক দিনের বেতনের সমপরিমান অর্থ বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‌্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। র‌্যাব ফোর্সেস এর দেশের সকল এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, প্রয়োজনীয় ঔষধ প্রদান, উদ্ধার কার্যক্রমসহ যেকোন মানবকি সহায়তা প্রদান অব্যাহত থাকবে

আরও পড়ুন...