বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও বিচার দাবি

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা ও ভারত সৃষ্ট বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া মাহফিল ও গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে বারোবাজার মেইন বাসস্ট্যান্ডে এই দোয়া সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে সাবেক স্বৈরাশাসক গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে করা হবে। একই সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ কোন সন্ত্রাসী, মাস্তান চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছেন, তাদের সাবধান করে দিতে চাই। অচিরেই আপনাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ। অনুষ্টান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা ও ভারত সৃষ্ট বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...