বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানোর দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

পিবিএ, সুনামগঞ্জ: বৈষম্য থামাও, কৃষকদের পাশে দাঁড়াও এই স্লোগানের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানোর দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে কৃষক সংহতি।শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীমের পরিচালনায় বক্তব্য দেন লেখক সুখেন্দু সেন, রমেন্দ্র কুমার দে মিন্টু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, অ্যাড. রুহুল তুহিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গবেষক কল্লোল তালুকদার চপল, আশরাফ আহমেদ লিটন, সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন আহমেদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকরা গুদামে সরাসরি ধান দিতে পারেন না। কিন্তু সরকার বলেছে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্র করার। কিন্তু বাস্তবে গুদামে ধান দিচ্ছে দালাল ও কৃষকের শত্রুরা। যদি কৃষক না বাঁচতে পারে তাহলে খাবার আসবে কই থেকে। কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে। তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করুন।

পিবিএ/জেএইচ/হক

আরও পড়ুন...