বোয়ালমারীতে মাদক বিরোধী ম্যারাথন দৌড় ও সাইক্লিং

পিবিএ,বোয়ালমারী,ফরিদপুর: “মাদকের ছোবলে বিপন্ন বহু স্বপ্ন, আসুন মাদককে না বলি সুস্থ্য জীবন গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে মাদক বিরোধী ম্যারথন দৌড় ও সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সোসাইটি ডেভেল্পমেন্ট কমিটি (এসডিসির) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় মাদক বিরোধী ম্যারাথন দৌড় শুরু হয়। পঞ্চাশাধিক দৌড়বিদের অংশগ্রহনে ম্যারাথনটি কাদিরদী হাই স্কুল থেকে শুরু হয়ে কাদিরদী ডিগ্রি কলেজ ক্যাম্পসে শেষ হয়। অপর দিকে উপজেলাধিন সাতৈর রেল-স্টেশন খেলার মাঠ থেকে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে প্রায় শতাধিক সাইকেল চালক সাইক্লিং এ অংশ নিয়ে প্রায় ৬ কিঃমিঃ অতিক্রম করে কাদিরদী কলেজে এসে শেষ করে। ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাদিরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সাতৈর ইউপি সদস্য মোঃ আলিম সর্দার, এসডিসির কর্মকর্তা সুদেব চক্রবর্তী, দিপালী কীর্ত্তনীয়া, দিদারুল আলম, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম প্রমূখ।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...