পিবিএ,ইবি প্রতিনিধি: ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
দিবসটি উপলক্ষে সংগঠনটি পরিচালিত স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন এবং কুরআন শরীফ পাঠ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে সংগঠনটি।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলিয়নাতন করিডোরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সংগঠনটি স্কুল পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি শাহীদ কাওসার। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সহ সভাপতি হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষা ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিবুর রহমানসহ অন্য সদস্যরা।
সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, কাম ফর রোড চাইল্ড সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের বাচ্চাদের আমরা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের সঠিক ইতিহাস শিখাতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন ও শহীদ বুদ্ধিজীবিদের জন্য দোয়া অনুষ্ঠান।
সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা সি আর সি পরিবার আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করার।ইনশাআল্লাহ সামনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।