ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিব গ্রেপ্তার

পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে দেশটি সাবেক প্রতিরক্ষা সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই গ্রেপ্তার করা হয়। দেশটিতে গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে ভয়াবহ জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে এই গ্রেপ্তার বলে জানা গেছে।

জানা গেছে, পুজিত জয়াসুন্দরার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্ডোকেও গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে শ্রীলঙ্কার পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার ফার্নান্ডোকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে সিআইডি। অসুস্থতার কারণে তিনি ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিলেন। আর জয়াসুন্দরাকে পুলিশ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়

প্রসঙ্গত, আইএস জঙ্গিরা গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২৫৮ জন নিহত হন। ভারতীয় গোয়েন্দারা আগে থেকেই এ হামলার ব্যাপারে দেশটিকে সতর্ক করেছিলেন। তবে আগাম সতর্কতা সত্ত্বেও হামলা ঠেকাতে তথা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হন লঙ্কান প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধান।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...