ব্যর্থ মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরাল শহরবাসী, “ভিডিওসহ”

পিবিএ ডেস্ক: জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনের প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করতে পারায় মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে রাস্তায় হাটালেন শহরের বাসিন্দারা। নির্বাচনের আগে শহরের পানি বন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র। কিন্তু রক্ষা করতে না পারায় এমন শাস্তি পেতে হলো তাকে।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণ অংশে হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকোয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, শহরের মেয়র জাভিয়ের জিমেনেজ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করতে পারেননি। তাই তাকেসহ তার সহযোগীকে স্কার্ট ও ব্লাউজ পরিয়ে শহর ঘুরিয়েছেন সেখানকার বাসিন্দারা।

রিকো শহরের বাসিন্দাদের অভিযোগ, পানি বন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথা বলেও তিনি তা করতে পারেননি। ক্ষমতায় এসে তিনি সে মোতাবেক কোনো কাজ করতে পারেননি। তবে মেয়র জাভিয়ের জিমেনেজ জানিয়েছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালনের চেষ্টা করেছেন তিনি। কিন্তু তহবিলে অর্থ না থাকায় সেই কাজ তিনি করতে পারেননি।

পিবিএ/বিএইচ

https://www.youtube.com/watch?v=6HhbT_CG7_g

আরও পড়ুন...