পিবিএ, ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিন জায়গায় শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংককের কেন্দ্রস্থলের কাছে সুয়ান লুয়াংয়ে দুটি বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর শহরের উত্তরাংশে একটি সরকারি ভবনের কাছে আরো একটি বোমা বিস্ফোরণটি হয়। সুয়ান লুয়াং জেলায় দুটি বিস্ফোরণে হাত বোমা ব্যবহার করা হয়েছে। এখানে তিন নারী পরিচ্ছনতা কর্মী আহত হয়েছে। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয়। এমন সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন দেশটিতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।
পিবিএ/বাখ