পিবিএ ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে তাসকিন আহমেদ-ইমরুল কায়েসসহ ছয়জন ক্রিকেটারকে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। শুক্রবার মিরপুরে বিসিবি অফিসে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিককের পাপন বলেন, ‘পেস বোলিংয়ে আমরা রিজার্ভ হিসেবে প্রস্তুত রেখেছি তাসকিনকে। ওপেনিংয়ে রেখেছি ইমরুলকে।
এভাবে মিডল অর্ডার, স্পিনার সব জায়গার জন্য আমরা একটি তালিকা করেছি। ওদের জন্য একটি ক্যাম্প (এলিট প্লেয়ার্স স্কিল ক্যাম্পে) শুরু হচ্ছে। তাদের আমরা প্রস্তুত রাখব, যাতে যেকোনো সময় বিশ্বকাপ দলে রিপ্লেসমেন্ট লাগলে পাঠাতে পারি।’
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই ইনজুরিতে সাকিব আল হাসান। পেশিতে টান লাগার কারণে আয়াল্যান্ডে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সুযোগ হয়নি দেশ সেরা এ অলরাউন্ডারের।
বিশ্বকাপেও ইনজুরির সমস্যায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম হাসান, ইয়াসির আলী ও তাইজুল ইসলামকে।
পিবিএ/আরআই