ব্যাটিংয়ে ভালো শুরু তামিম-লিটনের

পিবিএ ডেস্ক: অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা শেষ টস করেছেন। টস হারলেও শুরুর দুই ম্যাচের মতো ব্যাটিং পেয়েছেন তিনি। এরপর বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস দলকে ভালো শুরু এনে দিয়েছেন।

বাংলাদেশ ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫০ রানে ব্যাট করছে। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেশসেরা ইনিংস খেলা তামিম ইকবাল শেষ ম্যাচে ২০ রানে ক্রিজে আছেন। আর সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস তার সঙ্গে ৩০ রান নিয়ে খেলছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে তাই কিছু পরীক্ষা-নিরীক্ষা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শেষ ওয়ানডের ম্যাচে দলে ঢুকেছেন নাঈম শেখ ও আফিফ হোসেনের। তাদের এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো। এছাড়া পেস আক্রমণে ফেরানো হয়েছে মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনকে।

মুশফিকুর রহিমকে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম নেওয়া হবে সেটা আগেই জানানো হয়েছে। অনুমিতভাবেই নেই তিনি। এছাড়া প্রথম দুই ম্যাচের দলে থাকা নাজমুল শান্তকে রাখা হয়েছে একাদশের বাইরে। তিনি শুরুর দুই ম্যাচে তিনে ব্যাট করেছিলেন। তার জায়গায় রাখা হয়েছে নাঈম শেখকে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দলে পেস আক্রমণে থাকা শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন নেই শেষ ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসাইন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: টিনাসি কামুনহুকামে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামসন, ওয়েসলি মেধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুমবামি, টিটোন্ডা মুতুমবোজি, ডোনাল্ড ট্রিপানো, কার্লটন টিসুমা, চার্ল মুম্বা।

পিবিএ/এএম

আরও পড়ুন...