ব্যাটিং ও বোলিংয়ে সেরা সাকিব আল হাসান

পিবিএ,খেলাধুলা: এবারের বিশ্বকাপের ফটোসেশানের সময় সাকিব আল হাসান না থাকলেও বিশ্বকাপের ময়দানের পরিসংখ্যানে তিনিই সবার থেকে এগিয়ে আছেন৷ অলরাউন্ডারদের হিসাবে তো কি, সাকিব ব্যাটিং ও বোলিং সাইডেরও রেকর্ড গড়া সেরা পারফর্মার।এখন পর্যন্ত খেলা ২১ টি বিশ্বকাপ ম্যাচে সাকিব মোট ৫ টি হাফসেঞ্চুরি নিয়ে ৫৪০ রান ও ২৩ উইকেট নিয়েছেন। যা বাংলাদেশিদের মাঝে সর্বোচ্চ৷

এভাবেই একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব বিশ্বকাপে দেশের হয়ে একই সঙ্গে ব্যাটিং ও বোলিংয়ের সেরা পারফর্মারের বিশ্ব রেকর্ডটি ছুঁয়েছেন। বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ রান ৬৩ ও সেরা বোলিং স্পেল ৪-৫৫।

এদিকে বিশ্বকাপে সেরা রান স্কোরারের তালিকায় সাকিবের পরে থাকা তিনজন হলেন – মুশফিকুর রহিম (৫১০ রান), তামিম ইকবাল (৪৮৩ রান) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৩৯৩ রান)। অবশ্য মাহমুদউল্লাহ মাত্র দুইটি বিশ্বকাপ খেলেই তুলনামূলকভাবে অনেক রান করেছেন।

আবার বোলিংয়ে সাকিবের পরে থাকা তিন- আবদুর রাজ্জাক (২০ উইকেট), মাশরাফি বিন মর্তুজা (১৮ উইকেট) ও রুবেল হোসেন (১৩ উইকেট)। বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ৪-২১। যেটির অধিকারী পেসার শফিউল ইসলাম।

পিবিএ/এমএস

আরও পড়ুন...