সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশকে ৩১৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত টাইগাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান।
শুক্রবার ওয়ালিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের করা ৩১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়কের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার মেইডেন খেলার পর দ্বিতীয় ওভারে এক বল খেলে এক রান নেন তামিম। পরে ম্যাট হেনরির করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলটিতে ক্যাচ দেন উইকেটের পেছনে।
তামিম ৯ বল খেলে করেন ১ রান। তবে অপরপ্রান্তে লিটন দাস শুরু করেন সাবলীল ভঙ্গিতে। ট্রেন্ট বোল্টের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই হাঁকান বাউন্ডারি। সেই ওভারের শেষ বলটিও সীমানাছাড়া করেন তিনি। পরে হেনরির করা পঞ্চম ওভারের প্রথম বলেও একই ফল এনে দেন লিটন।
কিন্তু তাকে সঙ্গ দেয়ার যেন কেউ ছিলেন না। পঞ্চম ওভারের তৃতীয় বলে অযথাই বড় শট খেলতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন তিন নম্বরে নামা সৌম্য সরকার। পুরো সিরিজেই ব্যর্থ সৌম্য এ ম্যাচে করেছেন ৬ বলে ১ রান। তিন ম্যাচ মিলে মাত্র ৩৩ রান। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতে করেছিলেন ৩২ রান।
তামিম-সৌম্য সাজঘরে ফিরে গেলেও নিজের মতো করে খেলে যাচ্ছিলেন লিটন। কিন্তু তাকে থামতে হয়েছে ট্রেন্ট বোল্টের অবিশ্বাস্য এক ক্যাচে। অফস্ট্যাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে টপ এজ হয় লিটনের। থার্ডম্যান থেকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সেটি লুফে নেন বোল্ট। ফলে ইতি ঘটে লিটনের ২১ রানের ইনিংস।
ইনিংসের সপ্তম ওভারে দলের মাত্র ২৬ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে গভীর খাঁদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন। রানের চাকা থেমে থাকলেও, উইকেট পড়তে দেননি এ দুজন। হেনরি-বোল্টদের সামাল দেয়ার পর কাইল জেমিসন, জিমি নিশামদের বিপক্ষে দাঁতে দাঁত চেপে নিজেদের উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করেন তারা।
কিন্তু ১৮তম ওভারের শেষ বলে বেহুদাই উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন মোহাম্মদ মিঠুন। তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬ রান। মিঠুনকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেট শিকার করেন কাইল জেমিসন।
মুশফিক ও নিজের ইনিংস বড় করতে পারেনি।নিশামের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন এ উইকেট কিপার ব্যাটসম্যান। ফেরার আগে ৪৪ বলে ২১ রান করেন তিনি।
এর আগে ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ৩১৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। যা কি না বেসিন রিজার্ভ মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এছাড়া পঞ্চম উইকেটে এ মাঠের সর্বোচ্চ ১৫৯ রানের জুটি গড়েন কনওয়ে (১২৬) ও মিচেল ১০০)।