ব্যাডমিন্টন কোর্টে মমতা!

পিবিএ ডেস্ক : মধ্য ষাটেও তিনি যে দারুণ ফিট, ঘনিষ্ঠরা তা জানেন। প্রতিদিন যতটা হাঁটেন তিনি, তাতেও পিছনে ফেলবেন হাঁটুর বয়সি অনেককে। কিন্তু শাড়ি-শাল গায়ে তিনি যে ব্যাডমিন্টন নেটেও কম যান না সেটা এতদিন জানতো না কেউ। সাইনা নেহওয়াল বা পিভি সিন্ধু নন, ব্যাডমিন্টন কোর্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ট্যুইটার হ্যান্ডেল থেকে গত শুক্রবার বিকেলে পোস্ট করা হয় তার ব্যাডমিন্টন খেলার ৩২ সেকেন্ডের একটি ভিডিও। ঘণ্টা দুয়েকের মধ্যেই ট্যুইটারে সেই ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে তিন হাজার। গত বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারে একটি অনুষ্ঠান সেরে বোলপুরের রাঙাবিতানে একটি গেস্টহাউসে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাতে তার সঙ্গে আসা কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে ব্যাডমিন্টন খেলেন তিনি। কলকাতায় ফিরে নিজেই সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিওটি পোস্ট করেন।

রাজনীতিবিদদের ফিটনেস চ্যালেঞ্জের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনা বিরল নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস চ্যালেঞ্জের ভিডিও নিয়ে দেশজুড়ে হইচই হয়েছে গতবছরই। তার পরপরই কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ট্যুইট করে জানান, যোগ-ট্রেডমিল তার রোজকার রুটিনেরই অঙ্গ। ফিটনেসের ভিডিও পোস্ট করেন মোদী মন্ত্রিসভার দুই সঙ্গী কিরণ রিজিজু ও অলিম্পিকে সোনাজয়ী রাজ্যবর্ধন সিং রাঠোরও। পিছিয়ে নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মার্শাল আর্টের ছবিও দেখেছে বিশ্ব।

মমতা অবশ্য ব্যতিক্রম। তিনি কখনওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার ছবি বা ভিডিও পোস্ট করেননি। এই ভিডিওটির পোস্টে কোথাও তার ফিটনেসের উল্লেখ নেই। সেখানে শুধু দু’লাইনে লেখা হয়েছে, ‘আমরা খেলাধুলা ভালোবাসি। এটি গ্রামে খেলার একটি প্রতীকী মুহূর্ত।’ তবে সেই ছোট্ট ফুটেজেও পরিষ্কার, ব্যাডমিন্টন কোর্টেও মুখ্যমন্ত্রী দিব্যি স্বচ্ছন্দ, তা-ও আবার শাড়ি-শাল গায়েই। ওই ভাবেই শাটল ককে ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডের কসরতও ধরা পড়েছে ভিডিওয়। তার ঘনিষ্ঠরা বলছেন, সম্ভবত জলপাইগুড়িতে একটি সফরে গিয়ে প্রথম তাকে এভাবে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...