ব্রডব্যান্ডের তার ছিড়ে রাস্তায়, ঘটতে পারে দুর্ঘটনা

পিবিএ,গুরুদাসপুর,নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের আনন্দনগর মেইন রাস্তায় এক মাস যাবৎ পড়ে আছে খুবজীপুর ইউনিয়ন পরিষদের ব্রডব্যান্ডের তার। দুর্ভোগে পথচারীরা। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

মঙ্গলবার সকালে সরেজমীনে গিয়ে দেখাযায়, চাঁচকৈড় থেকে খুবজীপুর-বিলশা-তাড়াশ যাওয়ার মেইন রাস্তা এটি। আনন্দনগর নির্মানাধীন সরকারী টেকনিক্যাল কলেজেরে গা ঘেষে যাওয়া এই রাস্তার মাঝখানে বিগত এক মাস যাবৎ সরকারী ব্রড ব্যান্ডের তার ছিড়ে পড়ে আছে। এখনও অপসারনের কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয় এলাকাবাসিসহ পথচারীরা।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান পিবিএ’কে বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। খুব দ্রুত খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে

পিবিএ/এনএইচ/হক

আরও পড়ুন...