ব্রহ্মপুত্র নদে স্কুল ছাত্র নিখোঁজ

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বলদমারা ঘাটে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মহুবর রহমান নামের এক জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।


বুধবার দুপুর ২টার দিকে ঐ এলাকার কয়েকজন যুবকসহ ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাটে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে মহুবর রহমান নিখোঁজ হয়। এসময় তার সাথে গোসল করতে নামা অন্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের জানায়। এরপর থেকে স্থানীয়রা মাছ ধরার জাল ও নৌকা দিয়ে খোঁজাখুঁজি করছেন । কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মহুবর রহমান রৌমারী উপজেলার বাগুয়ার চর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র। সে বাইটকামারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
বন্দবের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার কওে পিবিএকে বলেন, ব্রহ্মপুত্র নদের বলদমারা ঘাটে নিখোঁজ কিশোরকে স্থানীয়ভাবে মাছ ধরার জাল ও নৌকা দিয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে। তাকে বিকেল ৪টা পর্যন্ত খুঁজেও পাওয়া যায়নি।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...