ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন

ড্রেজারে বালু
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলন।

পিবিএ,জামালপুর: জামালপুরের জেলা ও গাইবান্ধা জেলা দেওয়ানগঞ্জ ও ফুলছুরি থানা মাঝামাঝি চর হরিচন্ডী যমুনার নদীর শাখা ব্রহ্মপুত্র নদ থেকে দুই জলার প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাব শালী বালু চক্রের সিন্ডিকেটরা।

ড্রেজারে বালু
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলন।

সাঘাটা থানা দক্ষিণ হরিচন্ডী সন্যসীচরের ড্রেজারের মালিক মহর আলী দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে গ্রামের লোকজন হতাস বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন রোধ হয়না। বন্যাজল থেকে রক্ষা পাইনা কয় একটি গ্রাম
হরিচন্ডী,,সন্যাচীচর,মৌলবীচর,কাঁঠাবিল,চর
বাহাদুরপুর ফুটিংঙ্গি বাজার,পুল্যাকান্দি,ধ্বংসের কবলে ঘরবাড়ী,ব্রীজ,কালভাট,রাস্তাঘাট,ফসলাদি জমি,

এলাকার সর্বসাধারণ মধ্যেবৃত্ত পরিবারেরা বাঁধা দিলেও বালু সিন্ডিকেটরা ভিবিন্ন ভাবে হুমকি দুমকি দিয়ে বালু উত্তোলন করে আসছে ।

দেওয়ানগঞ্জ ও ফুলছুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বালু উত্তোলন বিষয়ে কিছু জানিনা এখন জানতে পেরেছি প্রয়োজনে
ব্যবস্থা গ্রহণ করবো।

পিবিএ/এমআরটি/জেডআই

আরও পড়ুন...