ব্রাজিলে আকস্মিক বন্যায় নিহত- ১২

brasil-flood-PBA

পিবিএ ডেস্ক: ব্রাজিলের কেন্দ্রীয় অর্থনৈতিক অঞ্চল সাও পাওলো শহরের আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার সুষ্টি হয়।

বন্যায় মৃত্যু হওয়া ১২ জনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। এদিকে, মধ্যরাতে ভবন ধসে পড়ায় দু’জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শহরটিতে রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত প্রায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার সন্ধ্যায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২মার্চ) পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

ইমবু দাস আর্তেস এলাকায় ভূমিধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে সাও কাইতানো দো সুলে তিনজন, সান পাওলোতে একজন, সান্তো আন্দ্রেতে একজন এবং সাও বের্নান্দো দো চ্যাম্পোতে একজনের মৃত্যু হয়েছে।

বৃষ্টি-বন্যায় বিভিন্ন স্থান থেকে লোকজনকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। বিভিন্ন স্থান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...