ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশুসহ মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু সন্তানকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন শারমীন আক্তার নামে এক গৃহবধূ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঘটনার পরপর পালিয়েছে শারমীনের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। শারমীনের বাবার বাড়ির লোকজনেরও দেখা নেই।

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিনের (৩) কান্নার শব্দ পেয়ে আশপাশের বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে একে একে মা ও দুই সন্তানের মৃত্যু হয়।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে ভর্তির কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন আশরাফ ও তার পরিবারের সদস্যরা। তিন জন মারা যাওয়ার পরপরই হাসপাতাল থেকে সটকে পড়েন এরা।

এরআগে স্বজনরা জানান- মা তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। পুলিশ ধারণা করছে- পারিবারিক কলহের কারণেই দুই বাচ্চাসহ মা বিষপানে আত্মহত্যা করেছেন।

এদিকে ঘাটুরা গ্রামে গিয়ে আশরাফের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। এনিয়ে মুখ খুলছন না আশপাশের কেউই। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে গ্রামের লোকজন আশরাফের বাড়িতে আসছেন দলে দলে। আশরাফ গ্যাসফিল্ডের অস্থায়ী শ্রমিক। স্থানীয় এক তরুণ জানান, শ্যালিকার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিলো। এ নিয়েই ঘটনা ঘটতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ জানান- ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন...