ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণ ও কাপড়ের দোকানে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণ ও কাপড়ের দোকানে ডাকাতি

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে থানার সিসি ক্যামেরা আওতায় ‘মাতৃ স্বর্ণ শিল্পালয়’ দোকানে ও একটি কাপড়ের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কর্মকার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাড়ি ফিরি। পরে শনিবার (১জুন) সকাল বেলা বাজার থেকে একজন ফোন করে জানায় দোকানে চুরির ঘটনা। দোকানে এসে দেখতে পাই রাতে দোকানের তালা ভেঙে ডাকাতরা ৩ ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপা নিয়ে গেছে। থানা থেকে দোকানটির দূরত্ব ১শ গজ।

একই দিন রাতে নাসিরনগর বালিকা বিদ্যালয় রোডে একটি কাপড়ের দোকানেও ডাকাতি হয়। এ ব্যাপারে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, আমাদের সিসি ক্যামেরাটি নষ্ট।

এটি মেরামত করে তারপর বলতে পারব কি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...