ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

brammonbaria-map-pba

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হুদাইফা নামের ৫ মাসের এক শিশুর রহস্য জনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হুদাইফা ওই এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন জানান, রোববার ভোরে ইকবাল হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন তার শিশু সন্তান হুদাইফাকে বিছানায় ঘুমিয়ে রেখে ফজরের নামাজ পড়তে ওজু করতে যান। বিছানার এক কোনে ঘুমিয়ে ছিলেন জাকির হোসেন। ওজু করে এসে রাবেয়া খাতুন দেখেন বিছানায় শিশু হুদাইফা বিছানায় নেই৷ তখন তিনি চিৎকার শুরু করলে আশেপাশের সবাই এসে শিশুটিকে খুঁজতে থাকে। পরে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর ঘাটের সিড়ির নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহের খবর জানালে আমরা এসেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

পিবিএ/কাজী সুহিন/এসডি

আরও পড়ুন...