পিবিএ, আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়।
এরআগে মঙ্গবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর ও মনিয়ন্দ এলাকায় অভিযান চালিয়ে হোসনা বেগম (৫০) আশিক মিয়া (২৪) ও সাজ্জাদ (৩১) নামে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী সত্যতা নিশ্চিত করে পিবিএকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুর ও মনিয়ন্দ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পিকিএ/এমআই/হক