পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন।”
এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের করোনামুক্ত ২০ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে
সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। রবিবার (৩০ আগষ্ট )সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ব্রাহ্মণবাড়িয়া এবং আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ব্রাহ্মণবাড়িয়া এর উপস্থিতিতে পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
করোনা মহামারিতে দ্বায়িত্ব পালনের সময় জেলা পুলিশের ৪২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে এই জন্যে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পিবিএ/কাজী সুহিন/এসডি