ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত লড়াইয়ে বরিস ও হান্ট

পিবিএ ডেস্ক: ব্রিটেনে প্রধানমন্ত্রী নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। ক্ষমতাসীন রক্ষণশীল দলে গতকালের দুই দফা ভোটে বাদ পড়েছেন সাজিদ জাভিদ এবং মাইকেল গোভ।শেষ ধাপের ভোটে মাইকেল গোভ ৭৫ ভোট পেয়েছেন। আর জেরেমি হান্ট পেয়েছেন ৭৭ ভোট। বরিস জনসন ১৬০ ভোট এগিয়ে আছেন। এবার তাদের ভোট দেবেন রক্ষণশীল দলের ১ লাখ ৬০ হাজার সদস্য (দেশটির মোট জনসংখ্যার মাত্র দশমিক ২ ভাগ)। ডাকযোগে এই ভোট হবে।

আগামী ২২ জুলাই দলের নেতার নাম ঘোষণা করা হবে। বিজয়ী ব্যক্তিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। বরিস জনসন চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে। তিনি ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম। তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাবে অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেছিলেন।

জেরেমি হান্ট ব্রেক্সিট নিয়ে সুর নরম করলেও ব্রেক্সিট না হওয়ার চেয়ে চুক্তিহীন ব্রেক্সিটকে সমর্থন করেন বলে জানিয়েছেন। -সিএনএন ও বিবিসি
পিবিএ/বাখ

আরও পড়ুন...