ব্রুনাইয়ে পাচারচক্রের পাঁচ বাংলাদেশির পাসপোর্ট বাতিল

পিবিএ ডেস্ক: ব্রুনাইয়ে মানবপাচারের অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ব্রুনাই সরকারের কাছে তাদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার মাহমুদ হুসাইন জানান, তিনি পাচারের শিকার বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ পেয়েছেন। চক্রটি তাদের চাকরি দেয়ার প্রলোভনে ব্রুনাইয়ে নিয়ে আসে। খবর রয়টার্সের।

প্রত্যেকের কাছ থেকে তারা প্রায় ৪ লাখ টাকা করে নেয়। কিন্তু ব্রুনাই আসার পর তাদের চাকরি দেয়া হয় না। এভাবে প্রতারণার মাধ্যমে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর সঙ্গে জড়িত ৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। হান্নান সরকার নামে এক ভুক্তভোগী জানান, তিনি তার ভিটেমাটি বিক্রি করে সাড়ে তিন লাখ টাকা দালালদের দেন।

দালালরা বলেছিল, প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেশে পাঠাতে পারব। কিন্তু ব্রুনাই আসার পর তারা একটি কাজ দিলেও এক সপ্তাহ পরে সেখান থেকে তাকে বের করে দেয়া হয়। পরে দালালদের কাছে গেলে তারা তাকেই কাজ খুঁজে নিতে বলে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...