বড়নখা একটি জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। বাংলার গ্রামেগঞ্জে হাওড় বিলের পাড়ে একে দেখা যায়। বড়নখা উদ্ভিদের পাতা দেখতে অনেকটা বর্ষাআকৃতির এবং ফুল গুলো বেগুনি রংঙ্গের, কান্ড থেকে একসাথে গুলাকার ভাবে অনেক গুলো ফুল ফুটে যা দেখতে অনেকটা পদ্মফুলের পাপড়ির মত। যদিও তাদের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। ছবিটি নওগাঁ সদর থেকে তোলা। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর। ছবি : পিবিএ/শামীনূর রহমান শামীম।

আরও পড়ুন...