বড় জয় পেলো বার্সেলোনা

পিবিএ, স্পোর্টস ডেস্ক: লালীগার ম্যাচে ক্যাম্প ন্যু-তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে গোল গুলো করেন ফাতি, ডি ইয়ং, পিকে এবং সুয়ারেজ ২টি। আজও নামতে পারেননি মেসি। মেসিকে ছাড়াই খেলতে নেমে ২য় মিনিটেই ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান ১৬ বছর বয়সী ফাতি। ইয়ংয়ের এসিস্টে বার্সার হয়ে দুই ম্যাচে দুই গোল করেন তিনি।

খেলার ৭ মিনিটে ফাতির এসিস্টে এবার গোল করেন ইয়ং। দুই তরুণের পারষ্পরিক গোলে ২-০ গোলের লিড পায় বার্সেলোনা। ২৭ মিনিটে রদ্রিগোর এসিস্টে ভ্যালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন গ্যামেইরো। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায় বার্সেলোনা। কর্নার থেকে বাড়ানো বলে কিক করেন গ্রিজমান। সেই বল ফেরত এলে আর্থারের মাঝমাঠ থেকে বাড়ানো বলে গোল করেন পিকে। ম্যাচের ৫ম গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন সুয়ারেজ। ৬১ মিনিটের মাথায় আবারও আর্থারের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। ৮২ মিনিটের মাথায় আবারও আঘাত হানেন সুয়ারেজ। গ্রিজমানের সহায়তায় গোল করেন তিনি। অতিরিক্ত সময়ের খেলায় গোল করে ব্যবধান কমান গোমেজ। ফুল টাইম শেষে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

লালীগায় আজ ২য় জয় তুলে নিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট অর্জন করল বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ অবস্থানে উঠে এল বার্সা। শীর্ষে রয়েছে যথাক্রমে এথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এবং এথলেটিকো বিলবাও।

পিবিএ/বাখ

আরও পড়ুন...