বড় লিডের পথে বাংলাদেশ

পিবিএ ডেস্ক: অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে প্রতিরোধ গড়ে তুলেছেন মুমিনুল। আগের দিনের ৩ উইকেট ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক ও মুমিনুল। প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেন দুজন। তবে মুশফিক আউট হলেও ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল।

কর্নওয়েলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান মিস্টার ডিপেন্ডেবল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ১৮ রান। তবে অন্য প্রান্তে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন মুমিনুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। মুমিনুল ক্রিজে অপরাজিত আছেন ৫৬ রান নিয়ে। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন লিটন দাস। তার সংগ্রহ ১৩ রান। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৬২ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৩০ রান। ফলে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করে স্বাগতিকরা।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...