পিবিএ স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে সব কয়টি উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশে তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মধ্যে রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৮ রান। একে একে বিদায় নিয়েছেন সাদমান(০), সৈম্য সরকার(১৭), লিটন দাস (৩৩)। ক্রিজে আছেন মমিনুল ৫ ও সাকিব ৭ রান নিয়ে।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা আজগর আফগানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দলের জন্য স্বস্তি এনে দিয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৭৪ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ৯২ রান করে আজগর খানিক আগে আউট হয়েছেন। প্রথম ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ সবকয়টি উইকেটে হারিয়ে ৩৪২ রান।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ২৭১ রান নিয়ে সফরকারীরা দ্বিতীয় দিনের খেলা শুরু করে। তাইজুলের করা অকারণে স্লগ করতে গিয়ে ব্যাটে-বলে টাইমিং করতে ব্যর্থ হন আজগর আফগান। উইকেটের পেছন থেকে সামান্য বাঁ দিকে সরে এসে উঁচু হয়ে যাওয়া বল গ্লাভসবন্দি করেন মুশফিক। আর তাতেই আজগর নার্ভাস নাইন্টিজে ফিরে যান।
আগের দিন আফগানদের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান করে নাঈম হাসানের স্বীকার হন রহমত শাহ।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। দুইটি উইকেট পেয়েছেন নাঈম হাসান ও বাকি একটি উইকেট তুলে নিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
পিবিএ/বাখ