পিবিএ,বিনোদন: ‘এবারই প্রথম বেতারের নাটকে অভিনয় করতে যাচ্ছি। অপেক্ষায় আছি সেই শুভক্ষণের। প্রথম নাটকে বহুলপঠিত ও বিখ্যাত একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাবো ভাবিনি। ইচ্ছে আছে, এখন থেকে নিয়মিত বেতারের নাটকে অভিনয় করার।’কথাগুলো বার্তা সংস্থা পিবিএকে বলেন টিভির জনপ্রিয় মুখ আফসানা মিমি ।
প্রথমবারের মতো বেতারের নাটকে অভিনয় নিয়ে তিনি আনন্দমনে একথা বলেছেন । নাটকের নাম ‘তৃতীয়া তিথি’। তারিক মঞ্জুরের রচনায় এটি প্রযোজনা করবেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। নাটকে নার্গিস চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। আগামীকাল বাংলাদেশ বেতারের স্টুডিওতে ‘তৃতীয়া তিথি’ নাটকের রেকর্ডিং সম্পন্ন হবে।
জানা গেছে, কুমিল্লায় কাজী নজরুল ইসলামের প্রেমময় ও বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে এ নাটকের গল্প তৈরি হয়েছে। এতে কাজী নজরুলের চরিত্রে অভিনয় করবেন আরমান পারভেজ মুরাদ। আরও থাকছেন মামুনুর রশীদ, মাসুম আজিজ, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, গোলাম ফরিদা ছন্দা, মৌটুসী বিশ্বাস প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে বিকাল ৪টা ৫ মিনিটে বাংলাদেশ বেতারে প্রচার হবে ‘তৃতীয়া তিথি’ নাটকটি।
পিবিএ/এমএস