বয়সটাকে ধরে রাখুন নিজের তৈরি ক্রিমে

পিবিএ ডেস্ক: ত্রিশ পেরোনোর আগেই ত্বকে পড়তে শুরু করেছে বলিরেখার ছাপ। হাজার টাকার ক্রিমেও কাজ হচ্ছে না তেমন? বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি-এজিং ক্রিম। আর লুকটাকে লক করে দিন ঠিক ২৫-এ।

এই ক্রিম তৈরি করতে লাগবে

আমন্ড অয়েল ১/৪ কাপ, নারকেল তেল ২ টেবিল চামচ, ভিটামিন ই অয়েল আধা চা চামচ, শিয়া বাটার ১ টেবিল চামচ ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে পানি হালকা গরম করুন। অন্য কাচের পাত্রে সব উপকর‍ণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কাচের পাত্রটি গরম পানির মধ্যে বসান। চুলা বন্ধ করে দিন। গরম পানির ভাপে সব উপকরণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এবার খুব ভালো করে মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করুন।

ত্বকের তারুণ্য ধরে রাখতে রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিম ব্যবহার করুন। একমাস পর আবার তৈরি করে নিন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...