বয়সের ছাপ দূর করতে কী করবেন?

পিবিএ ডস্ক: সময় দ্রুত কেটে যায়। সময় কেটে যাওয়া মানেই হচ্ছে আমাদের বয়স বেড়ে যাওয়া। এটি মেনে নিতেই হবে যে বয়সকে আমরা ধরে রাখতে পারবো না। তবে হ্যা, বয়সের ছাপ বা বলিরেখা আমরা কমাতে পারবো। নিয়ম করে নিচের নিচের দেয়া প্যাক ব্যবহার করলে বয়সের অপ্রিয় বলিরেখা দূর করতে পারবেন আর হয়ে উঠতে পারবেন স্নিগ্ধ,সতেজ,উৎফুল্ল ও প্রাণবন্ত।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক বয়সের ছাপ দূর করতে কার্যকর প্যাক তৈরির উপায়ঃ

উপকরণঃ
১। দুধ
২। লেবু
৩। নারিকেল তেল।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে পরিমানমত লেবু দিয়ে দুধ কাটিয়ে ছানা বানিয়ে নিন। এ বার পানি ঝরানো ছানার সঙ্গে দু’টেবিল চামচ ভার্জিন নারকেল তেল মিশিয়ে নিন।
২। ছানা ও তেলের এই মিশ্রণ মুখে ভাল করে মাসাজ করে মিনিট পনেরো পর ধুয়ে নিন মুখ।

সপ্তাহে তিন দিন এই মিশ্রণ মুখে মাখতে পারলে বয়সের কারণে নিষ্প্রভ ত্বকে জেল্লা আসবে সহজেই।

পিবিএ/ইকে

আরও পড়ুন...