ভক্তকে বুকে জড়িয়ে নিলেন ধোনি!

fan

পিবিএ ডেস্ক : মঙ্গলবার ভারতের নাগপুরের জামতা স্টেডিয়াম সাক্ষী থাকল এক দুর্দান্ত মুহূর্তের। অস্ট্রেলিয়ার ইনিংস তখন সবে শুরু হচ্ছে। ক্রিজের কাছাকাছি চলে এসেছেন ধোনি, তখন দেখা গেল দৃশ্যটা। এক দর্শক ঢুকে পড়েছেন মাঠে। এবং এগিয়ে আসছেন ধোনির দিকে। ধোনি প্রথমে বুঝতে পারেননি। বুঝতে পেরেই সামনে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার পিছনে গিয়ে প্রথমে লুকিয়ে পড়লেন। তারপরে দিলেন ছুট। পিছনে সেই দর্শকও। কিন্তু ধোনির ক্ষিপ্রতার কাছে হার মানতে হল সেই ভক্তকে। কয়েক পাক দৌড়ে অবশ্য ধোনি দাঁড়িয়ে পড়লেন। এবং সেই ভক্ত সুযোগ পেলেন তার নায়ককে ছোঁয়ার। পা ছুঁলেন ধোনির। তিনিও সেই ভক্তকে বুকে টেনে নিলেন। এর পরে অবশ্য তৎপরতার সঙ্গে নিরাপত্তারক্ষীরা সেই দর্শককে বের করে নিয়ে যান।

সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ধোনি এবং সেই ভক্তের দৌড়ের ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। জনৈক টুইটার হ্যান্ডলার লিখেছেন, ‘ক্যাপ্টেন নামেই কুল! তার মধ্যে চঞ্চলতা রয়ে গিয়েছে আগের মতোই। সেটাই আবার সামনে চলে এল। ধোনি অসাধারণ।’

অন্য এক ভক্ত টুইট করেছেন, ‘ওই ভক্ত সত্যিই খুব ভাগ্যবান। এই দৌড় প্রমাণ করে দিয়েছে, ফিটনেসে ধোনি অনায়াসে এখনকার তরুণদের হারিয়ে দেবেন। মাহি এখনও সেরা।’
এর আগে নিউজ়িল্যান্ডেও এবার টি-টোয়েন্টি সিরিজের সময় জনৈক দর্শক জাতীয় পতাকা নিয়ে ধোনির কাছে চলে এসে তার পায়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জাতীয় পতাকা মাটিতে পড়ার আগেই ধোনি তা নিজের হাতে তুলে নিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে এক সমর্থক টুইট করেছেন, ‘এই দৃশ্য বলে দিচ্ছে, ধোনির মধ্যে নায়কোচিত কোনও গাম্ভীর্য নেই। ভক্তদের দেখে তিনি নিজেকে দূরেও সরিয়ে রাখেন না। মাঠে এবং মাঠের বাইরে ধোনি আক্ষরিক অর্থে সেরা নেতা।’

মঙ্গলবার জামতা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা অবশ্য শুরু থেকেই ধোনিকে নিয়ে উল্লসিত ছিলেন। ভারতীয় ইনিংসে অম্বাতি রায়ডু আউট হওয়ার পরেই ‘ধোনি, ধোনি’ আওয়াজ উঠতে থাকে গ্যালারি থেকে। কিন্তু দর্শকদের হতাশ করে ধোনি তখন ব্যাট করতে নামেননি। এমনকী পরের ব্যাটসম্যান আউট হওয়ার পরেও নয়। ধোনি নামলেন সেই সাত নম্বরে। আর তারপরেই সব চেয়ে বড় ধাক্কা খেলেন দর্শকরা। তাদের প্রিয় নায়ক প্রথম বলেই আউট! যে ধাক্কা কিছুটা সামলেছেন বোধ হয় ওই একজনই। যিনি অন্তত স্বপ্নের নায়ককে ছুঁতে পেরেছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...