পিবিএ ডেস্কঃ খেলোয়াড়রা মাঠে খেলেন, কিন্তু মাঠ মাতিয়ে রাখেন ভক্তরা। প্রিয় খেলোয়াড় কিংবা প্রিয় দেশের জন্য ভক্তরা কত কিছুই না করেন। আবেগি ভক্তদের হারহামেশাই দেখা যায় কড়া নিরাপত্তা বেষ্টনি ভেদ করে মাঠে ঢুকে যেতে। এবার এমন কিছু নয়, ঘটেছে এক অভিনব কাণ্ড।
ইংল্যান্ড প্রবাসীরা তো বটেই, দেশ থেকেও অনেকেই গেছেন টাইগারদের সমর্থন যোগাতে। যারা ইংল্যান্ডে যেতে পারেননি তাদের পক্ষে টাইগারদের কাছে ভালোবাসা পৌছানোর গুরুদায়িত্ব নিয়েছিলেন ক্রিকেট ভক্ত রাবেত খান।
চিঠিগুলো ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দলের নিকট পৌঁছে দেবার কাজটি করেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক ও কোচ শহিদুল আলম রতন। লন্ডন থেকে ৪১০ কিলোমিটার রাউন্ড ট্রিপে যেয়ে দলের নিকট চিঠিগুলো পৌঁছে দেন তিনি।
দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবি পরিচালক আকরাম খান কিছু চিঠি পড়ে দেখেন।
পিবিএ/এমএস