ভক্তের প্রশ্নে খেপেছেন হাফিজ

পিবিএ ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপে হাফিজের নামের পাশে নেই উল্লেখ করার মতো পারফরমেন্স।মোহাম্মদ হাফিজের আলোচনায় আসার বিষয়ের অভাব নেই। কখনও বাজে পারফরমেন্সে দল থেকে বাদ পড়া আবার কখনও বোলিংয়ের জন্য নিষেধাজ্ঞা। বাদ পড়েছেন দেশের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকেও।আর এবার আলোচনায় তার অবসর। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্ত জিজ্ঞেস করে ফেললেন, কবে অবসর নিচ্ছেন হাফিজ?

আর এই প্রশ্নেই ক্ষেপে গেলেন এই অলরাউন্ডার। ভক্তের অবসর প্রশ্নে হাফিজ বলেন, ছেড়ে দেওয়া শব্দের অর্থের সঙ্গে আমি পরিচিত নই। আমার ক্যারিয়ার, আমার ইচ্ছা, যখন মন চাইবে তখন ইতি টানবো।

পিবিএ/ইকে

আরও পড়ুন...