পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রবেশ করতেই দেখা যাচ্ছে একদল শিক্ষার্থী রংতুলিতে ব্যস্ত সময় পার করছে। আবার কিছু কর্মচারী গাছে চুনকাম করছে। কেউবা ময়লা আবর্জনা পরিষ্কার করছে। ভিতরের প্রবেশের পর চোখ মেলে তাকাতেই মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশ, প্রশাসন ভবনের সামনে, ফুটবল মাঠ সংলগ্ন রাস্তায় দৃষ্টি দিলেই চোখে পড়ছে নানা রংয়ের আল্পনার সাঁঝ। লাল, সাদা, নীল, হলুদ ইত্যাদি রংয়ের সংমিশ্রণে আল্পনায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ক্যাম্পাসের। আগামীকাল (৩০ জুলাই) জিএসটি গুচ্ছভূক্ত (্ক ইউনিট) সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে আল্পনার রঙে ক্যাম্পাসের এমন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন গাছে রঙ দিয়ে আকর্ষনীয় করা, ঝোপঝাড় কেটে ফেলা সহ পরিষ্কার করা হয়েছে ক্যাম্পাসের সকল জায়গা।
ক্যাম্পাসের এমন রংতুলির আচড় নিয়ে চারুকলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী স্বপ্না রাণী বলেন, ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে আমরা প্রখর রোদ উপেক্ষা করে এ আল্পনার কাজ করছি। আমার বিশ্বাস নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসের সৌন্দর্য্যরে প্রেমে পড়বে। সে আরও বলেন, প্রশাসনের সহযোগিতা বৃদ্ধি পেলে সামনে চারুকলা বিভাগের পক্ষ থেকে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমেই আগামীকাল (৩০ জুলাই) শুরু হচ্ছে । তিনটি ইউনিটে পরীক্ষার জন্য এ বছর মোট আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন বলে জানা গেছে।