ভাইকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন অপূর্ব

পিবিএ ডেস্ক: ১৩ জুন রাতে আত্মহত্যা করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দীপু [৩৫]। ভাইকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন অপূর্ব। জানালেন, ভাইয়ের সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল রমজানে। ঈদের দিন কিংবা পরে আর দেখা করতে আসেনি। অপূর্ব বলেন, ‘১৩ জুন রাতে ফেসবুক লাইভে এসেছিল দীপু।

কিন্তু কিছু না বলে ক্যামেরার সামনে চুপ করে দাঁড়িয়ে ছিল। এরপর ক্যামেরা বন্ধ করে দেয়। মনে হয়, এর পরই ঘটনাটা ঘটেছে। শুনেছি, ওই রাতে সে অনেক ঘুমের ওষুধ খেয়েছিল। ওর মৃত্যুতে আমাদের পরিবারের সবাই শোকে বিহ্বল হয়ে পড়েছে।’ একটি আইটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি গান গাইতেন দীপু, আবহ সংগীত করতেন।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...