ভাইবোন ২৯ জন, জন্মদাতা অজ্ঞাত!

সওনা হ্যারিসন ও তার অন্যান্য ভাইবোন। ছবি: ডেইলি হান্ট

পিবিএ ডেস্ক: ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখানকার এক নাগরিকের নাম সওনা হ্যারিসন। বয়স সাতাশ বছর। কয়েক বছর আগেই এক ঘটনায় সওনা জানতে পারেন তাঁর জন্ম হয়েছিল একজন টেস্টটিউব বেবি হিসেবে। যাকে এতদিন ধরে বাবা হিসেবে জানতেন তিনি তাঁর বায়োলজিক্যাল বাবা নন। তিনি আরো জানতে পারেন, তার আরো ২৮ জন ভাইবোন রয়েছে।

সওনা হ্যারিসন খোঁজ করতে থাকেন তাঁর বায়োলজিক্যাল বাবার। আর সেই খোঁজেই সামনে আসে অন্য ঘটনা। যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোর ওই মহিলা সাতাশ বছর বয়েসে জানতে পারেন ঠিক কোন সংস্থা থেকে স্পার্ম নিয়ে তাঁর জন্ম হয়েছিল।

সেখানে গিয়েই ডিএনএ টেষ্টের মাধ্যমে বায়োলজিক্যাল বাবার খোঁজ শুরু করেন তিনি। অনেক চেষ্টা করেও বায়োলজিক্যাল বাবার কোনও খোঁজ পাননি। বায়োলজিক্যাল বাবা কেমন ধরণের মানুষ ছিলেন সেই খোঁজ করতে গিয়ে সওনা জানতে পারে তাঁর আরও ঊনত্রিশজন ভাই-বোন রয়েছে। যাঁরা প্রত্যেকেই তাঁর বায়োলজিক্যাল বাবার স্পার্ম থেকে জন্ম নিয়েছেন।

স্থানীয় এক সংবাদমাধ্যমে সওনা জানান, “ওই সংস্থার থেকে আমি জানতে পেরেছি যে আমার বায়োলজিক্যাল বাবা ছিলেন একজন স্পার্ম ডোনার। এটাই ছিল ওনার পেশা। এই শহর জুড়ে আমার মত ওনার আরও সাতাশ জন সন্তান রয়েছে। আমরা সকলেই তাঁরই সন্তান। কিন্তু অনেক চেষ্টা করেও ওনাকে খুঁজে পাইনি। তবে আমার সাতাশ জন ভাই-বোনকে খুঁজে পেয়েছি। তাঁদের প্রায় সকলের সঙ্গেই যোগাযোগও করেছি। সবাই মিলে প্ল্যান করে একদিন দেখা করেছি আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছি। আমাদের বাবা যদি এই ছবি সোশ্যাল মিডিয়াতে দেখতে পান, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে আমাদের বিশ্বাস।”

সওনা হ্যারিসন-এর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তাঁর বায়োলজিক্যাল বাবার সঙ্গে দেখা হওয়ার শেষ এবং একমাত্র উপায় এই সোশ্যাল মিডিয়া। সওনা হ্যারিসন-এর পোস্টটি ভাইরাল হলেও সকলেই এটাই জানতে আগ্রহ প্রকাশ করেছেন যে শেষ অবধি সওনা তাঁর বাবাকে খুঁজে পান কি না ! অনেকে আবার ঈশ্বরের কাছে প্রর্থণাও করেছেন যাতে সওনা খুব শীঘ্রই তাঁর বাবার সঙ্গে দেখা করতে পারেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...