ভাঙা হচ্ছে আমির খানের বাসভবন!

মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলের বাসিন্দা বলিউড তারকা আমির খান। সেখানে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে ফ্ল্যাট রয়েছে তার। তার মধ্যে মারিনা আবাসনের ফ্ল্যাটটি ভাঙা হচ্ছে বলে খবর।

শোনা যাচ্ছে, পুরনো ফ্ল্যাট ভেঙে নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। ২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির। আবসনটি ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য আবসিকরা প্রথমে এতে রাজি ছিলেন না।

তবে এবার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্র্নিমাণ করা হবে। খবর, আগামী বছর থেকে শুরু হবে কাজ। তিন বছরের মতো সময় লাগবে প্রকল্পটি বাস্তবায়ন হতে।

এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দু’মাস চেন্নাইতে থাকবেন আমির খান। তবে অভিনেতার পক্ষে এ বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন...