ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক স্থানে বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে রাস্তার ওপর ইমরান পরিবহণ নামে একটি বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫) ও অজ্ঞাত দুই যুবক, তাদের বয়স আনুমানিক (৪৮) ও (৩০)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১২-৩০২০) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। যার ফলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে ঘটনাস্থলে দুজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত ৩০ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত এক যাত্রী জানান, মনে হয় গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর গাড়িটি উল্টে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ বলেন, সড়কের ওপর ইমরান পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

আরও পড়ুন...