পিবিএ, ঢাকা : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র্যাব-১)। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: নাজমুল আলম (৩২) পিতার মোঃ নুরুল কবির, রামু, কক্সবাজার।
শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি স্মরণিস্থ যমুনা ফিউচার পার্কের বিপরীতে আলী প্লাজার সামনে থেকে তাকে ইয়াবা সহ আটক করে র্যাব-১।
র্যাবের আইনও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, সে একটি সংঘবদ্ধ আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। এরপর তারা কৌশলে বিভিন্ন পরিবহনে করে অভিনব পন্থায় ইয়াবা গুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিঞ্জাসাবাদে নাজমুল মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পিবিএ/জীবন/জেডআই