ভারতকে সুবিধা দিতে আইসিসির কারসাজি

পিবিএ ডেস্কঃ বিশ্বকাপ শুরু হয়েছে আজ পাঁচ দিন হলো। প্রায় সব দলই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের মতো দেশগুলোর তো দুটি করে ম্যাচ খেলা হয়ে যাবে আজ।

কিন্তু ভারত! ভারত কোথায়?বিশ্বকাপের অন্যতম ফেভারিট কোহেলিদেরযে এখনও প্রথম ম্যাচই খেলা হয়নি। কেন এমনটা হলো?

৫ই জুন বিশ্বকাপের বেশিরভাগ দলই তাদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলবে। আর সাউথ আফ্রিকা সেদিন তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। ভেবে অবাক হবেন হয়তো সেদিনই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। এর কারণ অনুসন্ধানে জানা গেছে চমকপ্রদ তথ্য। সূচি অনুযায়ী ২রা জুন প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল ভারতীয়দের।

কিন্তু ভারতীয় ক্রিকেটবোর্ড আইসিকে জানায়, আইপিএলে ব্যস্ত থাকার কারণে তাদের খেলোয়াড়রা পর্যাপ্ত ব্রিশাম আর বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারেনি। এখন আইপিএল ফাইনাল আর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে অন্তত ১৫ দিন গ্যাপ রাখা হোক। যেন তাদের খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পায়।

তো, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের চাওয়াতো আর আইসিসি উপেক্ষা করতে পারেনা। জো হুকুম বস বলে আইসিসিও আশ্রয় নিলো কারসাজির। ভারতের প্রথম ম্যাচ স্থানান্তর করা হল ৫ই জুন। আইসিসির এমন দাসসুলভ আচরণের সমালোচনা করছেন অনেকে।

জ্যাক ক্যালিস যেমন মনে করেন, এটা অন্যায়। ফুটবল বা অন্যকোন খেলার মেগা ইভেন্টে এমনটাও কল্পনাও করা যায় না। কারণ ভারত যখন প্রথম ম্যাচ খেলতে নামবে তখন বিশ্বকাপের আটটি ম্যাচ হয়ে যাবে। আর এর মাধ্যমে বিশ্বকাপের পিচ কন্ডিশন ও অন্যদলগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে ভারত।

পিবএ/এমএস

 

আরও পড়ুন...