ভারতকে ২২৮ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

পিবিএ ডেস্ক: টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

উদ্বোধনী জুটি ছিলেন হাশিম আমলা ও কুইন্টন ডে কক। এক ম্যাচ চোটের জন্য খেলতে না পারা আমলা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলেন না। বুমরার বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন প্যাভেলিয়নে। করলেন মাত্র ছয় রান। তাঁর জায়গায় ব্যাট করতে এলেন ফাফ দু প্লেসি। পাঁচ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ২২-১। বুমরার বলে কোহলিকে ক্যাচ দিয়ে ১০ রান করে আউট হলেন ডে কক। শুরুতেই বুমরার দাপটে প্যাভেলিয়নে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩৪-২। ১৫ ওভারে ৫৬-২।

তিন ও চার নম্বরে নামা ফাফ দু প্লেসি ও রসি ভ্যান দার দুসেন কিছুটা দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ২২ রানেই চাহালের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন ভ্যান দার দুসেন। ২০তম ওভারের শেষ বলে চাহালই ফেরালেন ফাফ দু প্লেসিকে। তাঁর ব্যাট থেকে এল ৩৮ রান। ২০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৮০-৪। ব্যাট করতে এসেছেন ডেভিড মিলার ও জেন-পল দুমিনি। কিন্তু দুমিনি মাত্র তিন রানে আউট হয়ে গেলেন কুলদীপ যাদবের বলে। শেষ পর্যন্ত ১০০ রানের গণ্ডি পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ২৫ ওভারে ১০৩-৫।

৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১২৩-৫। ৩১ রান করে চাহালের বলে চাহালকেই ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন যুজবেন্দ্র চাহাল। ৩৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ১৩৮-৬। আবার চাহাল‌। এ বার তাঁর বলে ধোনিকো ক্যাচ দিয়ে ৩৪ রান করে ফিরলেন ফেলুকওয়াও। ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬১-৭। ৪৬ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সবার শেষে বিশ্বকাপ যাত্রা শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই সব দল প্রায় দুটো করে ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে বেশ কিছু অবাক করা ফলাফলও উঠে এসেছে।কখনও হার দেখে অবাক হতে হয়েছে তো কখনও জয় দেখে। এবার পালা ভারতের।

ভারতের সামনে লক্ষ্য অবশ্যই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম ম্যাচ জিতেই শুরু করা। সাদাম্পটনে ভারতীয় বোলিংয়ের নেতৃত্বে থাকা যশপ্রীত বুমরার উপর অনেকটাই ভরসা থাকবে।

ভারত: রোহিত শর্মা, শিখৱ ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্যে, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা।

দঃ আফ্রিকা: কুইন্টন ডে কক, হাশিম আমলা, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রসি ভ্যান ডার দুসেন, ডেভিড মিলার, জেন-পল দুমিনি, আন্দিল ফেলুকওয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, তাবারেজ শামসি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...