ভারতীয় তরুণদের কাছে যে পর্ন তারকারা সবচেয়ে জনপ্রিয়

পিবিএ ডেস্ক: নীল তারকাদের নিয়ে মানুষের কৌতূহল বরাবরই বেশি থাকে। প্রকাশ্যে সবাই নাক ছিটকালেও ভেতর ভেতর কমবেশি সবাই একটু ঢুঁ মারেন। আর ভারতে একটু বেশিই। তাদের নিজেদের দেশেই রয়েছেন বিখ্যাত পর্ন তারকা সানি লিওন। যদিও তিনি এখন সেই অন্ধকার জীবন ছেড়ে পুরোদোমে বলিউডের হট আইটেম গানের অভিনেত্রী। ২০১৫ সালের তালিকায় ভারতে নিম্নের পাঁচ পর্ন তারকা জনপ্রিয়তার শীর্ষে।

মিয়া খলিফা
লেবানিজ মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী। পর্ন সিনেমা করায় তার দেশে লেবানন থেকে তাকে খুনের হুমকি এসেছিল। মিষ্টি গায়ের রঙ আর কিশোরী সুলভ মুখশ্রী যে কোন পুরুষকেই কুপোকাত করবে । শুধু ভারতের নয় গোটা দুনিয়ায় এখন তিনিই সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় পর্ন তারকা।

প্রিয়া রাই
ভাল নাম প্রিয়া অঞ্জলি রাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পর্নস্টার। নীল ছবির দুনিয়ার বেশ নাম করেছেন। দিল্লির মেয়ে হলিউডের নীল ছবি করে বেশ কিছু পুরস্কার জিতেছেন। বলিউডেও সিনেমা করার কথা তার। অনেকেই বলছেন, সানি লিওনকে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন।

জুলিয়া আন
৪৬ বছরের এই মার্কিনি পর্নস্টার বেশি বয়সে ইন্ড্রাস্টিতে এসে মাতিয়ে দিচ্ছেন। ভারতীয়দের বেশ পছন্দের এই পর্নস্টার।

ব্র্যান্ডি লাভ
১৯৭৩ সালে জন্মানো এই মার্কিনি পর্ন তারকা পারিশ্রমিকের বিচারে একেবারে উপরের সারিতে আছেন। ভারতীয়দের কাছে বেশ জনপ্রিয় দেখা যাচ্ছে ব্র্যান্ডি লাভকে।

আভা অ্যাডমস
ফ্রান্সের ৩৪ বছরের এই পর্ন তারকার ভক্ত দুনিয়া জুড়ে। দেখা যাচ্ছে ভারতেও তার ভক্তের সংখ্যা কম নয়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...