ভারতীয় ক্রিকেট দলের সংবাদ সম্মেলন বয়কট করলো সাংবাদিকরা

পিবিএ ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত মাঠে নামার একদিন আগে সংবাদ সম্মেলনে দেশটির মিডিয়ার সাথে ক্রিকেট দলের দ্বন্দ্ব চরমে সেই সূত্রে ভারতীয় ক্রিকেট দলের সংবাদ সম্মেলন বর্জন করেছে দেশটির সাংবাদিকরা।

ভারতীয় মিডিয়ার খবর, সংবাদ সম্মেলনের সময় নেটে পাঠানো হয় দীপক চাহর, আভেশ খান এবং খলিল আহমেদকে। কিন্তু সংবাদমাধ্যমকে কোনো কিছু না জানিয়ে অনুশীলনে পাঠানো হয় এই তিন বোলারকে। কোচ বা সিনিয়র কেউ যায়নি। পরে বলা হয়, চাহর এবং আভেশ মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছের। তাই তাদের প্রেসে কথা বলাটা জরুরি। তারপরই সংবাদমাধ্যমের দিকে থেকে ওই প্রেস কনফারেন্স বয়কট করা হয়।

মিডিয়ার আরও বলছে, বিশ্বকাপ এলেই ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সেদেশের ক্রিকেট দল এবং ম্যানেজমেন্টের সম্পর্ক কিছুটা সাপে নেউলে হয়ে যায়। ২০১৫ র বিশ্বকাপেও ঠিক এমন ঘটনা ঘটেছিল। তবে সংবাদমাধ্যমের একাংশের দাবি, ‘একদিন পরেই ম্যাচ, কোচ রবি শাস্ত্রী বা কোনো সিনিয়র খেলোয়াড় অথবা কোনো সাপোর্ট স্টাফ অন্তত এসে কথা বলবে।’

কিন্তু ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলনে কারও দেখা পাননি। অপেক্ষারত সাংবাদিকদের দলের ম্যানেজার এসে বলেন, ‘চাহর এবং আভেশ মঙ্গলবারই দেশে ফিরে যাচ্ছে। আর খলিল আহমেদ দলের সঙ্গে লন্ডনে থেকে যাবেন। তাই চাহর ও আভেশের মিডিয়ার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয়।

পিবিএ/এমএস

আরও পড়ুন...